‘জামায়াতে ইসলামী নির্বাচিত হলে গণমানুষের অধিকার নিশ্চিত করবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির, ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, “শ্রমিক ও মেহনতি মানুষের পাশে থেকে কল্যাণকর কাজ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিগত আমলে পতিত স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাট করেছে। শুধু তাই নয়, এরা মানুষের অধিকার হরণ করেছে। সমাজে মাদক ও কিশোর গ্যাং এমনভাবে ছড়িয়ে পড়েছে যে তা বর্তমানে একটি সামাজিক ব্যাধি হিসেবে রূপ নিয়েছে। মানুষ আল্লাহর পথে চললে ও পরকালের কথা স্মরণ রাখলে কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হতে পারে না। রাষ্ট্রেরও এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। রাষ্ট্র সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করায় আজ সমাজের এই অবক্ষয়। তাই আসুন, আগামী প্রজন্মকে রক্ষায় আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিয়ে, আগামী সংসদ নির্বাচনে সৎ ও আল্লাহভিত্তিক লোকদের ভোট দিয়ে নির্বাচিত করি।”
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানা আমীর খলিলুর রহমান টিটু, থানা সেক্রেটারি আলী আহমাদ, গোগনগর ইউনিয়ন দক্ষিণ সভাপতি মাওলানা আক্তার হোসাইন, গোগনগর মধ্য ইউনিট সভাপতি মো. শিপলু হাসান, উত্তর ইউনিট সভাপতি গোলাম মোস্তফা রবিনসহ শতাধিক জামায়াতের নেতৃবৃন্দ।