২২ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১৪, ২১ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে জিহাদকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। সে পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার জুলহাস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে পুরান বন্দর চৌধুরীবাড়ীর হাবিবনগর ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক আরিফ তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

থানা সূত্রে জানা যায়, জিহাদ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল।

সর্বশেষ

জনপ্রিয়