০৮ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:৩৯, ৭ সেপ্টেম্বর ২০২৫

জমকালো উদ্বোধনে ভ্রমণসেবা শুরু করলো ‘ট্রাভেল মায়েস্ত্রো’

জমকালো উদ্বোধনে ভ্রমণসেবা শুরু করলো ‘ট্রাভেল মায়েস্ত্রো’

নারায়ণগঞ্জে জমকালো আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু করলো ‘ট্রাভেল মায়েস্ত্রো’ (TRAVEL MAESTRO)।  গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে  শহরের চাষাড়া আল-জয়নাল ট্রেড সেন্টারে ‘ট্রাভেল মায়েস্ত্রো’ ট্রাভেল এজেন্সির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জে আকিজ এয়ারের এক্সক্লুসিভ বিজনেস পার্টনার হিসেবে প্রতিনিধিত্ব করবে। এছাড়া এয়ার টিকিটিং, হজ ও ওমরাহ্ প্যাকেজ, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিটসহ দেশ-বিদেশে ট্যুর প্যাকেজ সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. সাইদুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মিঞা মো. নওশাদ কবির, প্রভাষক মিস নুসরাত আরা, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক মো. গোলাম মহিউদ্দিন, প্রভাষক রাব্বী ইসলাম রাসেল, প্রভাষক মো. জাহিদ হাসান, প্রভাষক মিস তাবাসসুম আক্তার এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মিস সানজিদা আবেদিন রাফা।

আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মঈন আহসান, গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব আসিফুল ইসলাম ভূঁইয়া, বারডেম জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সোনিয়া জেমিন প্রীতি, ইসলামি ব্যাংক স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান আদনান ও ডা. মাহমুদা মিতু, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জনাব মো: ইয়ানবী, বিদেশি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘ল্যাঙ্গুয়েজ ব্লেন্ডার’-এর প্রতিষ্ঠাতা মুন্সী রাব্বি আহমেদ আকিব, এম.আই. ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির প্রতিষ্ঠাতা ইমরান বিন মফিজ এবং ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল নারায়ণগঞ্জের ভাইস-প্রিন্সিপাল আফরিনা আলম তৃষা।

অনুষ্ঠানে অতিথিরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন। 

আয়োজকদের পক্ষ থেকে পরিচালনা পর্ষদের সদস্য ইমরান মাদানি, কাওসার আহমেদ, আয়াজ মো. ইমন ও মো. মোছাদ্দিক হোসেন (অর্ণব) অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সর্বোচ্চ মানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
 

সর্বশেষ

জনপ্রিয়