‘নারায়ণগঞ্জকে অবিলম্বে এমআরটি-২ প্রকল্পে যুক্ত করতে হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, আজ থেকে ৮-৯ মাস আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসনের সাথে এক আলোচনায় তারা মেট্রোরেলসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। কিন্ত আজ ৯ মাস অতিক্রম করে আসার পর দেখা যায় এমআরটি-২ প্রকল্প নামে যা বাস্তবায়ন হচ্ছে সেখানে নারায়ণগঞ্জের নাম নেই। তাহলে কি আমাদের সাথে তারা প্রতারণার আশ্রয় নিয়েছিলেন?
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে এমআরটি-২ (মেট্রোরেল) প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ এই মানববন্ধনের আয়োজন করে।
আবদুল জব্বার বলেন, অতীতে ফ্যাসিস্টরা যেভাবে মিথ্যা ভাঁওতাবাজির আশ্রয় নিতো আপনারাও তাই করেছেন? তিনি বলেন, অবিলম্বে নারায়ণগঞ্জকে এমআরটি-২ (মেট্রোরেল) প্রকল্পে যুক্ত করতে হবে। আশাকরি সরকার ১ সাপ্তাহের মধ্যে এব্যাপারে নারায়ণগঞ্জ বাসীর জন্য কোন সু-সংবাদ দিবেন।
তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই- যদি নারায়ণগঞ্জবাসীকে মেট্রোরেলের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করা হয়, তাহলে নারায়ণগঞ্জের বৃহত্তর স্বার্থে আমরা লাগাতর কর্মসূচি দিতে বাধ্য হবো।
তিনি আরও বলেন, বাচ্চা না কাঁদলে যেমন মা খাবার দেয় না। ঠিক বাংলাদেশী কালচারে এখন আন্দোলন সংগ্রাম না করলে দাবী দাওয়া পূরণ হয় না। তবে আজকের এই দাবি গণমানুষের দাবি।