২১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২০, ২০ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রতিবন্ধী এক অটোচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার মুছারচর উত্তরপাড়া এলাকার রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। নিহতের স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সোহেল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হওয়ার খবর পায় পরিবার। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে।

নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বলেন, “আমি আমার স্বামীর হত্যার ন্যায়বিচার চাই। আমার দুই মেয়ে লামিয়া (১৫) ও সুরাইয়া (১০)। এখন ওদের দেখভাল কে করবে?”

সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সর্বশেষ

জনপ্রিয়