রূপগঞ্জে স্টিল কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি স্টিল কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মৈকুলী এলাকায় অবস্থিত বিক্রমপুর স্টিল মিলস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আলম হোসেন। দগ্ধ অপর শ্রমিক বরকতকে তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণের ফলে আলম হোসেন ও বরকত দগ্ধ হন। পরে তাদের ঢাকায় নেওয়া হলে মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে আলম হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বরকতের অবস্থা আশঙ্কাজনক।
নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





































