৩০ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সনমান্দী গণহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সনমান্দী গণহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর সনমান্দীতে পাক সেনাদের পরিচালিত গণহত্যায় নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সনমান্দী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ আয়োজন করে সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থা ও রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে আগস্ট মাসে চিলারবাগসহ বেশ কয়েকটি যুদ্ধে পাক সেনারা পরাজিত হয়। এরপর মুক্তিকামী জনতাকে দমন করতে ২৯ সেপ্টেম্বর বর্ষার সময় প্রায় ৪০টি নৌকা নিয়ে হানাদার বাহিনী সনমান্দী গ্রামে প্রবেশ করে। নির্বিচারে গুলি ও মর্টার শেল নিক্ষেপ করে তারা বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় অন্তত ১০ জন গ্রামবাসী শহিদ হন, আহত হন অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সোনারগাঁ সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আবুল হোসেন, মজিবর রহমান, গোফরান আলী, বিউটি আক্তার, বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ শামীম হোসেন, পরিবেশ উন্নয়ন সোসাইটির মহাসচিব মিজানুর রহমান, প্রতিবন্ধী শিশু ও যুবকল্যাণ সংঘের চেয়ারম্যান এমএ মহিন সরদার, ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ শাহজালাল, জনকল্যাণ যুব সংস্থার ফয়সাল আহমেদ, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া ও মোঃ সুরুজ মিয়া প্রমুখ।

দোয়া মাহফিলে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা সনমান্দীর গণহত্যাকে মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং শহিদদের ত্যাগ নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনা ধারণে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন।

সর্বশেষ

জনপ্রিয়