শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর স্ত্রী-ছেলে ও শ্যালকসহ ৬ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের র্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর স্ত্রী-ছেলে ও শ্যালকসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। ৬ অক্টোবর (সোমবার) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন চান্দুরা বড়বাড়ী এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— সাহেব আলীর ছেলে সজীব (১৯), স্ত্রী কল্পনা বেগম (২৯), শ্যালক মো. শামীম মিয়া (২৬), হাফিজ হাফিজ শেখ (২৩), আমিনুল ইসলাম (৩৪) ও মো. আকবর (২০)।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতারের জন্য র্যাব-১১ বরাবর অধিযাচনপত্র পাঠায়। এরই প্রেক্ষিতে র্যাব অভিযান চালায়।
র্যাব সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জে সাহেব আলীকে গ্রেফতারের জন্য র্যাব সদস্যরা আটি ওয়াপদা কলোনীর বউবাজার এলাকায় পৌঁছালে সে উপস্থিতি টের পেয়ে সহযোগীদের জড়ো করে দেশীয় অস্ত্র নিয়ে র্যাবের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ ও এলোপাতাড়ি মারপিট করে কয়েকজন র্যাব সদস্যকে গুরুতর আহত করে। পরে আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।