সিদ্ধিরগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ সেপ্টেম্বর) সকালে মিজমিজি সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে লিটন সাগর (৩৮) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক লিটন সাগর বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি মিজমিজি সাহেবপাড়া এলাকায় ভাড়াটিয়া বাড়িতে বসবাস করছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. বজলুর রহমানের নেতৃত্বে ভোরে মৌচাক স্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সকাল সাড়ে ৬টার দিকে মাদক ব্যবসার উদ্দেশ্যে লিটন সাগর অবস্থান করছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে তল্লাশিতে একটি সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা এবং আরেকটি পলিথিনে রাখা ৮৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লিটন সাগর দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশ এলাকায় খুচরা ও পাইকারি দরে মাদক বিক্রি করে আসছিল। আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার বিষয়টি স্বীকার করেছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।