২০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:১১, ৭ অক্টোবর ২০২৫

রূপগঞ্জে আলেম-ওলামাদের উদ্যোগে গান-বাজনা বন্ধ ঘোষণা

রূপগঞ্জে আলেম-ওলামাদের উদ্যোগে গান-বাজনা বন্ধ ঘোষণা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডহরগাও এলাকায় আলেম-ওলামা ও সমাজবাসীর উদ্যোগে গান-বাজনা, নৃত্য ও মাদক সেবনসহ সকল প্রকার অপকর্ম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ডহরগাও গ্রামের সমাজসেবক জামাল হোসেনের সভাপতিত্বে এক উঠান বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মুফতি নুরুল হক ডহরী, মুফতি ইমদাদুল্লাহ হাশেমী, মুফতি ইয়ার মুহাম্মদ, মাওলানা মাহবুব আলম, মোবারক হোসেন, জাকির হোসেন, ফরহাদ হোসেন, আব্দুল্লাহ, হাফেজ অলিউল্লাহ, এডভোকেট শাহাবুদ্দিন, আল মামুন, কাইয়ুম, খলিলুর রহমান, আমান উল্লাহ, নয়ন মেম্বার, জুলহাস, বাদল মাষ্টার, শহিদুল্লাহ, আব্দুর রহমান, কুদরত আলী, মুহাম্মদ আলী, হাজী জামাল, আক্কাস আলী, আতাবর, সৈকত আলী, চান মিয়া, জজ মিয়া, আবু সাঈদ ও হাসু মিয়াসহ শতাধিক এলাকাবাসী।

বক্তারা জানান, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও গ্রামের বাসিন্দা আব্দুল আলী ভূঁইয়া ১৯৯৭ সালের ২২ এপ্রিল ১৫ শতাংশ জমি ওয়াকফের মাধ্যমে মাদরাসা নির্মাণের জন্য দান করেন। তবে দীর্ঘদিন জমিটি পতিত পড়ে থাকার কারণে এলাকার কিছু যুবক সেখানে গান-বাজনা ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল।

বহুবার নিষেধ করার পরও তারা এসব অপকর্ম বন্ধ করেনি। পরে গত রবিবার বিকেলে স্থানীয় আলেম-ওলামা ও তাবলীগ জামাতের সদস্যরা ওই স্থানে গিয়ে গান-বাজনা বন্ধে বাধা দেন। এরপর মঙ্গলবার দুই শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে এলাকাবাসী সর্বসম্মতিক্রমে ডহরগাও এলাকায় গান-বাজনা ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত নেয়।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ওয়াকফকৃত জমিতে দ্রুত মাদরাসা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কেউ ডহরগাও এলাকায় গান-বাজনা বা মাদক সেবনের আয়োজন করলে তাকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়