রূপগঞ্জে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগে তানভীর (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তানভীর ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার মো. নুরু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে টহলরত অবস্থায় তারা স্থানীয় সূত্রে খবর পান যে ভোলাব ইউনিয়নের চারিতাল্লুক (তারু) মার্কেট সংলগ্ন এলাকায় আসকারি মিয়ার বাড়িতে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে টাকা দাবি করছে। খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে তানভীরকে আটক করে। তবে তার সঙ্গে থাকা ২-৩ জন সহযোগী পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত তানভীর ও তার সহযোগীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাদকদ্রব্য অনুসন্ধানের নামে ওই বাড়িতে তল্লাশি চালায়। কোনো ধরনের মাদক না পেলেও তথাকথিত মাদক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করে তারা।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “গ্রেফতারকৃত তানভীর কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নয়। সে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অপরাধ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এ ধরনের প্রতারণা বা চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
ওসি আরও জানান, ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির ঘটনায় তানভীরসহ অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তানভীরকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।