রূপগঞ্জে উপজেলা সাংবাদিক কার্যালয় উদ্বোধন

রূপগঞ্জ থানা সংলগ্ন মঞ্জু মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা সাংবাদিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে মমিনুল হক সরকার বলেন, “সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন। তবে সংবাদ পরিবেশনে সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গুজব বা বিভ্রান্তিকর তথ্য সমাজ, প্রতিষ্ঠান ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে।”
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা জামাতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রুহুল আমিন, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।