২০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

স্ত্রী হত্যার ২২ বছর পর স্বামীর যাবজ্জীবন

স্ত্রী হত্যার ২২ বছর পর স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অপরাধে স্বামী আমীর হোসেনকে (৫০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আমীর হোসেন আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। নিহত বিলকিছ বেগম রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে। এর জের ধরে ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন তার স্ত্রী বিলকিছ বেগমকে বাড়ির পাশে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। সেই মামলায় দীর্ঘ ২২ বছর পর অপরাধীর অনুপস্থিতিতে আদালত এই রায় দেন।”

সর্বশেষ

জনপ্রিয়