২২ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:১৩, ২১ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

রূপগঞ্জে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশাকে (রাঃ) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে প্রীতম দাস (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইছাপুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রীতম দাস ওই এলাকার স্বপন দাসের ছেলে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিইসি বিভাগে অধ্যয়নরত।

রূপগঞ্জ থানা পুলিশের ওসি মো. তরিকুল ইসলাম জানান, “২০ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশাকে (রাঃ) জড়িয়ে প্রিতম দাসের ফেসবুক আইডি থেকে অন্য একটি অ্যাকাউন্টের পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করলে সেটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রীতম দাস তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের পবিত্র ব্যক্তিত্বদের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় রূপগঞ্জ থানার এএসআই রবিউল আউয়াল বাদী হয়ে প্রীতম দাসের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের করেন।

পরবর্তীতে তাকে আদালতে তোলা হয় এবং আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
 

সর্বশেষ

জনপ্রিয়