সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গুলজার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ গুলজার হোসেন (৪৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে মিজমিজি আব্দুল আলী পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত গুলজার হোসেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর পূবালী আবাসিক এলাকার মৃত নওয়াব আলীর ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার পাহাড়ীর বাড়িতে ভাড়া থাকতেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় মাদক বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে গুলজার হোসেন। এসময় তাকে আটক করে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “গুলজার হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি জেলার বিভিন্ন স্থান থেকে পাইকারি দরে গাঁজা সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় খুচরা বিক্রি করে আসছিলেন।”
তিনি আরও জানান, গুলজারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।