রূপগঞ্জে ছিনতাই মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল ছিনতাই মামলার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত ইমতিয়াজ ওরফে লিমন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরীর কাশেমপুর থানার বারেন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাইকৃত মোটরসাইকেল ও ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে ইউটিউবার জিসান (১৮) ও তার বন্ধু ফয়সাল (২২) মোটরসাইকেলযোগে ঘুরতে বের হলে কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে হামলা চালায়। এ সময় দুষ্কৃতিকারীরা ধারালো দা দিয়ে জিসান ও ফয়সালকে গুরুতর জখম করে তাদের কাছ থেকে একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে জিসানের মামলার ভিত্তিতে পুলিশ তদন্তে নামে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ইমতিয়াজের সঙ্গে আরও দুজন ছিনতাইকারীর সম্পৃক্ততা রয়েছে। তারা নিয়মিত রূপগঞ্জের ৩০০ ফিট সড়কসহ ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল আরোহীদের টার্গেট করে হামলা চালিয়ে ছিনতাই করত।