২১ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:২৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁয়ে দেড় হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেড় হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেড় হাজার ইয়াবাসহ সৈয়দুল আমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি কক্সবাজার জেলার টেকনাফের মাথাভাঙ্গা বড়ডেইল এলাকার কালা মিয়ার ছেলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোহাম্মদ ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করেন। এসময় চট্টগ্রামগামী “জে.বি পরিবহন” নামের একটি বাসে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদুল হাসান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়