সোনারগাঁয়ে মাওলানা শামসুদ্দিন হুজুরের মৃত্যুবার্ষিকীতে দোয়া

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমানের পিতা, প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম মাওলানা শামসুদ্দিন হুজুরের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সোনারগাঁ পৌরসভার যাদুঘর ০১ নং গেইট ইছাপাড়া বাইতুল আকসা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে কোরআন তিলাওয়াত, দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়।
বক্তারা বলেন, মাওলানা শামসুদ্দিন হুজুর ছিলেন সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ ও আলোকিত মানুষ। তিনি শুধু একজন আলেমই নন, ছিলেন সমাজের কল্যাণে নিবেদিত এক আলোকবর্তিকা, যার জীবন আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন আঞ্চলিক শাখা নারায়ণগঞ্জের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, প্রতিবন্ধী, শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান সরদার এম এ মহিন, সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম বকুল, জান্নাতুল ভূঁইয়া, সাংবাদিক তানভির জান্নাতুল ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।