০৮ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩২, ৬ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লায় ২০ দিন ধরে নিখোঁজ যুবক

ফতুল্লায় ২০ দিন ধরে নিখোঁজ যুবক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন তুষার আহমেদ (২৮)। তিনি ফতুল্লা মডেল থানার কোতালেরবাগ এলাকার আব্দুল রাজ্জাকের পুত্র।

নিখোঁজের ঘটনায় তুষারের বাবা আব্দুল রাজ্জাক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট (রবিবার) সকাল ৮টার দিকে কাজের জন্য নিজ বাসা থেকে বের হয়ে যান তুষার। এরপর আর তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে চলতি মাসের ৩ তারিখে তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, নিখোঁজ যুবকের সন্ধানে তথ্যপ্রযুক্তি ও নিজস্ব সোর্স ব্যবহার করে পুলিশ কাজ করছে।

সর্বশেষ

জনপ্রিয়