বীর মুক্তিযোদ্ধা ইউসুফ ইকবালের জীবনাবসান
বীর মুক্তিযোদ্ধা এস. এম. ইউসুফ ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক-লেখক নাফিজ আশরাফের বড় ভাই।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজিগঞ্জ এলাকার নিজ বাসভবন ‘আকাশ নীড়ে’ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসিন্দা এবং ১৮৩৫ নম্বর গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন। নারায়ণগঞ্জে বসবাস করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
এস. এম. ইউসুফ ইকবাল দীর্ঘদিন ধরে কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি ডাক বিভাগে কর্মরত থেকে সরকারি চাকরি জীবন শেষ করেন। পরে দীর্ঘ সময় জাপান প্রবাসে ছিলেন। পেশাগত জীবনের বাইরে তিনি একজন সুপ্রতিষ্ঠিত নাট্যকার ও কবি ছিলেন। ‘বিবর্তন’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
১৯৫৭ সালে জন্মগ্রহণকারী ইউসুফ ইকবাল ১৯৭১ সালে স্কুলজীবনে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর হাজিগঞ্জ নবু মিস্ত্রি জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এবং পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অধীন পাঠানটুলী কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।





































