১৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৫, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:০৩, ১৮ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও দুই সহযোগী গ্রেপ্তার

ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও দুই সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ সূত্র জানায়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র চাপাতি ও অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন মো. সাব্বির (৩৮), তার সহযোগী মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানার আড়িয়ল ইউনিয়নের ইসলাম পাড়া এলাকার মো. জুয়েলের ছেলে মেহেদী হাসান রবিন (২৫) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মাসদাইর এলাকার ওমর খৈয়মের ছেলে মো. ইমন (৩৫)।

র‍্যাব জানায়, মো. সাব্বির একজন কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও হত্যাসহ বিভিন্ন থানায় মোট চারটি মামলা রয়েছে। সে ও তার সহযোগীরা ফতুল্লা থানাসহ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক কেনাবেচার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এবং গণমাধ্যমে একাধিকবার তার অপরাধমূলক কর্মকাণ্ডের খবর প্রকাশিত হওয়ার পর র‍্যাব নজরদারি বাড়ায় বলে জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়