২৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৬, ২৩ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ৩৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নানের নির্দেশনায় এএসআই মো. আব্দুল হামিদ খান সঙ্গীয় ফোর্সসহ সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ১০ মিনিটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় ফতুল্লা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে অবস্থিত আব্দুল্লাহ নামের এক ব্যক্তির চারতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া সোনিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে এক পুরুষ ও দুই নারীকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৩৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ সদর থানার খানপুর সরদারপাড়া এলাকার আফসার উদ্দিন ওরফে আক্কাস আলীর ছেলে আল আমিন (৩২), দাপা ইদ্রাকপুর এলাকার শামসুল ওরফে আবু তালেবের মেয়ে ফারজানা আক্তার মীম (২৫) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খায়রুল ইসলামের মেয়ে শারমিন আক্তার (২৪)।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়