২৪ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৬, ২৩ অক্টোবর ২০২৫

ফতুল্লায় ৮২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা

ফতুল্লায় ৮২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও মজুদকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযানে প্রায় ৮২৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও একটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফতুল্লার কাশিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার টি. এম. রাহসিন কবির। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা ও র‌্যাব-১১ সদস্যরা।

প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের অপরাধে ফতুল্লার কাশিপুর এলাকায় অবস্থিত এস. এম. প্যাকেজিং নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, প্রদর্শন, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়