ইভন হত্যা মামলায় গ্রেপ্তার দুইজন ৩ দিনের রিমাণ্ডে

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে আজমেরী ওসমানের কিশোর গ্যাং লিডার নাহিয়ান আজম ইভন (২৫) হত্যা মামলায় গ্রেপ্তার দুইজনকে তিন দিনের রিমাণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার সাইফুল ওরফে পাগলা সাইফুল (৩৮) ও রাতুল ওরফে টুটুলকে (২৯) ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. শামীমা খাতুন দুইজনকে তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেন।
এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফতুল্লার ইসদাইর ও মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে এজহারভুক্ত এই দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, ইভন হত্যার ঘটনায় নিহতের বাবা এসএ আজম বাবু বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যেই এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে। আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু গুরত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।
তার আগে গত ৭ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় হত্যাসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং লিডার নাহিয়ান আজম ইভনকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত নাহিয়ান আজম ইভনের বাবা বাদী হয়ে শফিকুল ইসলাম, সাইফুল ওরফে পাগলা সাইফুল, আনোয়ার হোসেন বাবু, শুক্কুর ও রাতুল ওরফে টুটুল, রাজুসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।