২১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৯, ২০ জানুয়ারি ২০২৬

বন্দরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আর নেই

বন্দরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আর নেই

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ঢাকার এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ আছর সোনাকান্দা কিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।

এরপর মরহুমের নামাজে জানাজায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে সোনাকান্দা এনায়েতনগর কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন দীর্ঘদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য মুক্তিযোদ্ধারা তার যুদ্ধকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন।

মৃত্যুকালে তিনি এক পুত্র, স্ত্রী, চার কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সর্বশেষ

জনপ্রিয়