২০ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৪, ১৯ জানুয়ারি ২০২৬

বন্দর ওসির সঙ্গে দড়ি সোনাকান্দা পঞ্চায়েত কমিটির সাক্ষাৎ

বন্দর ওসির সঙ্গে দড়ি সোনাকান্দা পঞ্চায়েত কমিটির সাক্ষাৎ

বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দড়ি সোনাকান্দা তিন গম্বুজ জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় বন্দর থানা কমপ্লেক্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, আলোচিত স্কুলছাত্রী আলিফা হত্যা মামলার অগ্রগতি ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, অপরাধীদের কোনো ছাড় নেই। বন্দর এলাকায় মাদক, চুরি, ছিনতাই ও সন্ত্রাস দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। আলিফা হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে এবং শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে।

পঞ্চায়েত কমিটির সভাপতি নূর হোসেন দ্রুত আসামি গ্রেপ্তারের জন্য পুলিশকে ধন্যবাদ জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহত আলিফার বাবা-মা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়