২৪ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪০, ২৩ অক্টোবর ২০২৫

বন্দরে চোরাই গরুসহ আটক ৩, পিকআপ জব্দ

বন্দরে চোরাই গরুসহ আটক ৩, পিকআপ জব্দ

নারায়ণগঞ্জের বন্দরে গরু চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত একটি বাছুর গরু ও গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে, বুধবার (২২ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দের বনলতা পেট্রোল পাম্পের সামনে থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ। এসময় ঢাকা মেট্রো-ন-২১-৬১৯৮ নাম্বারের একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গরু মালিক রোমান মিয়া বাদী হয়ে আটক তিনজনসহ সাতজনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হলেন নরসিংদী জেলার মাধবদী থানার উত্তর চর বাসানিয়া এলাকার মৃত মানু মিয়ার ছেলে পিকআপ চালক কামাল (৪০), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার লক্ষীপুর হকারবাড়ী এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে জাহিদ হাসান (৩৬) এবং সোনারগাঁ থানার ভরি বাড়ি এলাকার কারী আফসার উদ্দিন মিয়ার ছেলে মোহাম্মদ অলী উল্ল্যাহ (৫৫)।

মামলার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত পৌনে ৩টার দিকে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় রোমান মিয়ার গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি হয়। চোররা প্রায় ৭ লাখ ৯৫ হাজার টাকার গরু চুরি করে পিকআপে করে পালিয়ে যায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মালিক রোমান মিয়া ও তার আত্মীয়রা বন্দরের বনলতা পেট্রোল পাম্পের সামনে চোরাই পিকআপটি শনাক্ত করলে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক ও একটি গরু উদ্ধার করে।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
 

সর্বশেষ

জনপ্রিয়