২৪ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৮, ২৩ অক্টোবর ২০২৫

বন্দরে বিএনপি নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বন্দরে বিএনপি নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
বামে সাহাদাত, ডানে দ্বীন ইসলাম

নারায়ণগঞ্জের বন্দরে পূর্বশত্রুতার জেরে বিএনপি নেতা সাহাদাত হোসেন (৪০)-কে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছেন যুবদল নেতা দ্বীন ইসলাম ও তার সহযোগীরা। বুধবার (২২ অক্টোবর) বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিওধরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাহাদাত হোসেন বিএনপির সম্ভাব্য ৫ নম্বর ওয়ার্ড সভাপতি প্রার্থী। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুল ওয়ার্ডভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেন সাহাদাতকে। এ দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি স্থানীয় কর্মীদের নিয়ে একটি তালিকা প্রস্তুত করেন। এর জের ধরে যুবদল নেতা দ্বীন ইসলামের নেতৃত্বে ৮–১০ জনের একটি দল সাহাদাতকে ডেকে তাদের অফিসে নিয়ে যায়। সেখানে বাদশা নামে এক ব্যক্তি তাকে সুইচগিয়ার দিয়ে ভয়ভীতি দেখায়। পরে তারা সাহাদাতকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত সাহাদাতকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পর আহত বিএনপি নেতা সাহাদাতকে দেখতে হাসপাতালে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানসহ দলীয় নেতৃবৃন্দ।

এ বিষয়ে মহানগর বিএনপি সভাপতি শাখাওয়াত হোসেন খান বলেন, “অত্যন্ত দুঃখজনক যে, আন্দোলনের অগ্রভাগে থাকা একজন নেতাকে এভাবে লাঞ্ছিত করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, “বিএনপির এক কর্মীকে মারধরের ঘটনার কথা শুনেছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়