বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী জাহাঙ্গীরকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবলীগ কর্মী বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত বীরমুক্তিযোদ্ধা বদরুজ্জামান ওরফে বদু মিয়ার ছেলে।
জাহাঙ্গীরকে রোববার (১৯ অক্টোবর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১৪(৮)২৪নং মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৮ অক্টোবর) রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ জুলাই রাত্রি সাড়ে ১২টায় জাহিদ আল আমিন প্রকাশ বুলবুলকে হত্যার উদ্দেশ্যে হামলার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।