বন্দরে চোর সন্দেহে ৪ যুবক আটক

নারায়ণগঞ্জের বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। গত রোববার (৫ অক্টোবর) রাতে বন্দর ইউনিয়নের হাজী সাহেবের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পরে সোমবার (৬ অক্টোবর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন বন্দর উপজেলার মুছাপুর এলাকার আমির হোসেন মিয়ার ছেলে মেহেদী (২৫), মৃত জামাল মিয়ার ছেলে মেহেদী হাসান (২৪), হাজী জামান মিয়ার ছেলে রোহান (২৫) এবং হাজী সিরাজ মিয়ার ছেলে মোক্তার হোসেন (৪৮)।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, “স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে; প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”