বন্দরে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে আরমান (৪২) নামে এক অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) বিকেলে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত আরমান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ধলেরশ্বরী এলাকার আসাদুল্লাহ মিয়ার ছেলে।
রোববার (৫ অক্টোবর) রাতে যে কোনো সময় এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার আলী আকবর মিয়ার মেয়ে আকলিমা বেগমের সঙ্গে আরমানের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে জন্ম নেয়।
রোববার বিকেল ৩টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী আকলিমা ক্ষোভে বাবার বাড়িতে চলে যান। রাতে আরমান মানসিক কষ্টে নিজের ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে পরিবার জানায়।
পরদিন সকালে দীর্ঘ সময় ঘর বন্ধ দেখে আরমানের বাবা আসাদুল্লাহ মিয়া ডাকা-ডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখেন, তার ছেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, “লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।”