৩১ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৪, ২২ জুন ২০২৫

বন্দরের জোড়া খুনে আটক ৫, এলাকায় জুড়ে কড়া নিরাপত্তা 

বন্দরের জোড়া খুনে আটক ৫, এলাকায় জুড়ে কড়া নিরাপত্তা 

নারায়ণগঞ্জের বন্দর থানার হাফেজীবাগ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে কুদ্দুস মিয়া (৬০) ও মেহেদী (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) রাতে এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। ঘটনার পর র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উভয়পক্ষের পাঁচজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন: নান্নু খলিফার ছেলে মো. শান্ত (২৫), আলমচানের ছেলে মো. রবিন (২৮), মো. সেলিমের ছেলে মো. সোহেল (৩০), মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. কবির (৩৫), এবং কবির হোসেনের ছেলে মো. ফাহিম (২২)।

স্থানীয়রা জানান, শনিবার রাতে বাবু-মেহেদী গ্রুপ ও রনি-জাফর গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বাবু-মেহেদীর লোকজন প্রতিপক্ষের সদস্য পারভেজের বাবা কুদ্দুস মিয়াকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর রাত সাড়ে ১১টার দিকে সিরাজুদ্দৌলা ক্লাব মাঠ দিয়ে মেহেদী ও তার সহযোগীরা যাওয়ার সময় রনি-জাফর গ্রুপের লোকজন তাদের ধাওয়া করে। তারা মেহেদীকে ধরে পিটুনি ও ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (৩শ’ শয্যা) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী মারা যান।

রাতেই ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১, সেনাবাহিনী, ডিবি ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকায় কড়া নিরাপত্তা জারি রয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, "আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কুদ্দুস ও মেহেদী নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উভয় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।"
 

সর্বশেষ

জনপ্রিয়