০৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:০৭, ৬ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে বজ্রপাতে আরেক কিশোরের মৃত্যু

আড়াইহাজারে বজ্রপাতে আরেক কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের টোটারবাগ গ্রাম নিজ বাড়ির উঠানে ওই কিশোর বজ্রাহত হন বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।

নিহত কিশোরের নাম মো. নিরব। ১৪ বছর বয়সী নিরব টোটারবাগ গ্রামের নাজমুলের ছেলে। সে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

ওসি নাসির উদ্দিন বলেন, দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির উঠানে বজ্রাহত হলে নিরবকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ হস্তান্তর করা হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে রোববার বিকেলে একই উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে ১৩ বছর বয়সী কিশোর মো. ওয়াসিম বজ্রাহত হয়ে মারা যান।

সর্বশেষ

জনপ্রিয়