সংরক্ষিত আসনে কাউন্সিলর মনোয়ারার মনোনয়ন ফরম সংগ্রহ

প্রেস নারায়ণগঞ্জ: সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও নারী সংগঠক মনোয়ারা বেগম।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এর মঙ্গলবার (১৫ জানুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। একাদশ জাতীয় সংসদের এই ৫০ জন জনপ্রতিনিধি নির্বাচনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করা হবে। তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পরে জানানো হবে।
প্রেস নারায়ণগঞ্জ.কম