২৪ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:২৯, ২৪ জানুয়ারি ২০২৬

“আপনারা নিরপেক্ষ থাকেন” প্রশাসনের প্রতি শাহ আলমের আহ্বান

“আপনারা নিরপেক্ষ থাকেন” প্রশাসনের প্রতি শাহ আলমের আহ্বান

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বলেছেন, “আমি প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষ থাকেন এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করে দেন।”

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ফতুল্লার কাশিপুর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

শাহ আলম বলেন, “আপনারা আমাকে ভালো জানেন, এই বিশ্বাস আমার আছে। সে কারণেই যেখানে যাচ্ছি, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সহযোগিতা করছে। আমি স্বতন্ত্র প্রার্থী; স্বতন্ত্র মানেই আমি সব দলের প্রার্থী, সর্বদলীয় প্রার্থী, জনগণের প্রার্থী ও এলাকাবাসীর প্রার্থী।”

তিনি আরও বলেন, “আমার প্রতীক হরিণ। যদি নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সরকার ও প্রশাসন সুষ্ঠুভাবে ভোটের ব্যবস্থা করে—যাতে যার ভোট সে দিতে পারে—তাহলে আগামী ১২ তারিখ জনগণ স্বতন্ত্র ও জনগণের প্রার্থী হিসেবে হরিণ মার্কায় ভোট দেবে। আমি প্রত্যাশা করি সবার সহযোগিতায় বিপুল ভোটে নির্বাচিত হবো।”

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। কাকে দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব—সেই সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। আমি তোমাদের কাছে একবার সুযোগ চাই। তোমাদের সঙ্গে নিয়েই দেশ গড়বো, ইনশাআল্লাহ।”

লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে শাহ আলম বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা আছে। তবে প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তাহলে তা তৈরি করা সম্ভব। এখনো অনেকে আচরণবিধি লঙ্ঘন করছে। কিন্তু কেউ দেখাতে পারবে না যে হরিণ মার্কার প্রার্থী বা সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করেছে। আমরা আইন ও নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল এবং আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছি।”

গণসংযোগে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবরসহ স্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়