মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি: মুফতি ইসমাঈল সিরাজী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জননেতা মুফতি ইসমাঈল সিরাজী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই তিনি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সাড়া লক্ষ্য করা যায়।
প্রচারণাকালে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনার আগ পর্যন্ত এভাবেই জনগণের সঙ্গে নিয়ে কাজ করে যাব।”





































