২২ জানুয়ারি ২০২৬

প্রকাশিত: ১৮:১১, ২২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:১১, ২২ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে আসছেন চরমোনাই পীর

নারায়ণগঞ্জে আসছেন চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) শুক্রবার (২৩ জানুয়ারি) নারায়ণগঞ্জে আসছেন।

তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। কাঁচপুর বালু মাঠে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ।

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ এক বিবৃতিতে বলেন, নির্বাচনী এই জনসভা সফল করতে দলীয় সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়