২২ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪২, ২২ জানুয়ারি ২০২৬

সন্ত্রাসের রাজনীতি করতে চাইলে জনগণই প্রতিহত করবে: আল আমিন

সন্ত্রাসের রাজনীতি করতে চাইলে জনগণই প্রতিহত করবে: আল আমিন

নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনে দশ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ভোটকে টাকা, সন্ত্রাস ও পেশিশক্তির মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করলে নারায়ণগঞ্জের জনগণই তা প্রতিহত করবে। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে শামীম ওসমানকে পালাতে বাধ্য করা হয়েছিল, ভবিষ্যতেও কেউ গায়ের জোরের রাজনীতি করতে চাইলে জনগণ তাদের পালাতে বাধ্য করবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে শহরের হাজিগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনে এসব কথা বলেন তিনি।

আব্দুল্লাহ আল আমিন বলেন, বিভিন্ন প্রার্থীর লোকজন প্রকাশ্যে ও আড়ালে তাদের নেতাকর্মীদের হুমকি দিয়ে বলছে—ভোট টাকায় বা সন্ত্রাসে হবে। এ ধরনের বক্তব্য জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি ভোটাধিকার হরণ বা বাধাগ্রস্ত করতে চায়, তাহলে যেভাবে ফ্যাসিস্টদের দেশ থেকে নির্মূল করা হয়েছে, সেভাবেই নব্য ফ্যাসিস্টদেরও জনগণ দমন করবে।

এর আগে তিনি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।

প্রচারণার সূচনায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এই যাত্রা শুরু করা হয়েছে, যাকে তিনি ‘নারায়ণগঞ্জের পরিবর্তনের যাত্রা’ হিসেবে উল্লেখ করেন। জাতীয় নাগরিক পার্টি ও দশ দলীয় জোটের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, জোটের প্রতিটি প্রার্থীকে বিজয়ী করাই তাদের দায়িত্ব এবং সেই লক্ষ্যেই তারা মাঠে রয়েছেন ও থাকবেন।

সর্বশেষ

জনপ্রিয়