‘দেশে যারা ক্ষমতায় আসে তারা প্রথমে নিজেদের পকেট ভরতে ব্যস্ত থাকে’
জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, “ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশে আর খাদ্য, বস্ত্র ও বাসস্থানের কোনো অভাব থাকবে না। দেশের মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থান নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু আমাদের দেশে যারা ক্ষমতায় আসে, তারা প্রথমে নিজেদের পকেট ভরতে ব্যস্ত থাকে। এরপর আত্মীয়-স্বজনদের সুবিধা দেয়, আর জনগণের ভাগ্যে কিছুই থাকে না। এর মূল কারণ হলো শাসকদের মধ্যে আল্লাহর ভয় না থাকা এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতি।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট ক্ষমতায় এলে জনগণকে এভাবে শীতবস্ত্রের জন্য লাইনে দাঁড়াতে হবে না। আমাদের জনপ্রতিনিধিরা ইনশাআল্লাহ জনগণের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় উপহার পৌঁছে দেবেন।”
এসময় তিনি আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও ভালো মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এখনই সময় এসেছে সমাজের কল্যাণে কাজ করতে সক্ষম মানুষকে নির্বাচিত করার।”
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতের আমীর মাহাবুবুর রহমান, ১১ নম্বর ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম, জামায়াত নেতা ইব্রাহীমসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





































