বর্ধিত বিদ্যুৎ বিলের ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান

নারায়ণগঞ্জে বিদ্যুৎ বিল বৃদ্ধির অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। তিনি বলেন, “গত মার্চ ও এপ্রিল মাসে অনেক গ্রাহক তাদের বিদ্যুৎ বিল বেশি এসেছে বলে অভিযোগ করছেন। এসব বিষয়ে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।”
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, “যদি তদন্ত করা হয় তাহলে দেখা যাবে অসংখ্য অবৈধ সংযোগ রয়েছে, যেখানে হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল ফাঁকি দেওয়া হচ্ছে। এসব সংযোগ তদন্ত করে বিচ্ছিন্ন করা বা নিয়মিত বিলের আওতায় আনলে বিদ্যুৎ খাত লাভবান হবে।”
মঙ্গলবার বাদ মাগরিব নগর কার্যালয়ে অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, বামুক সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক আলহাজ্ব রহিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঈদুল আযহা উপলক্ষে বসানো গরুর হাট প্রসঙ্গে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “গরুর হাটে যেন কোনো দুষ্কৃতিকারী বা চাঁদাবাজ কাউকে হয়রানি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”