জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খানপুরে প্রস্তুতি সভা

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) নগরীর ১১ নং ওয়ার্ডের খানপুর এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশ নেন—১১ ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সারোয়ার মোজাহিদ মুকুল, সাবেক সাধারণ সম্পাদক ইছলে উদ্দিন, সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, মহানগর মহিলা দলের সানজিদা খানম মিতা, মহানগর কৃষক দলের লিপি খন্দকার, ১১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কামাল, স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুল হক টিল্টু, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন উল্লাহ, ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা আলিম, ইসলাম বাবু, যুবদল নেতা সুজন, স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব, ইমরান, শ্রমিক দল সভাপতি আবু, সাধারণ সম্পাদক আনোয়ার, যুগ্ম সম্পাদক বাচ্চু দেওয়ান, বিএনপি নেতা নাইম খন্দকার, কামাল হোসেন ডালী, লিমন সরকার, জুয়েল, কৃষক দল সভাপতি তাজুল, ড্রেজার পরিদপ্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক তুষার, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল মোল্লা, মহানগর নেতা মালেক, বাবু হোসেন, মাসুদ, রফিক মাস্টার, দুলাল ও যুবদল নেতা সোহাগসহ আরও অনেকে।
সভায় জিয়াউর রহমানের জীবন ও কর্ম তুলে ধরে বক্তারা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানান।