২৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৯, ২৭ মে ২০২৫

নাসিক প্রশাসককে চব্বিশের শহীদ স্মরণে স্মারক বই উপহার দিলো জামায়াত

নাসিক প্রশাসককে চব্বিশের শহীদ স্মরণে স্মারক বই উপহার দিলো জামায়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানকে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে প্রকাশিত প্রামাণ্য চিত্রসহ ১০ খণ্ডের স্মারক গ্রন্থ উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।

সোমবার (২৬ মে) সকালে নাসিক কার্যালয়ে এ স্মারক গ্রন্থ তুলে দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস মহানগর সভাপতি হাফেজ কবির, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

স্মারক গ্রন্থ প্রদান পূর্ব আলোচনায় রাজনৈতিক নেতারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে নাগরিক সমস্যাবলির কথা তুলে ধরেন। বিশেষ করে পানি নিষ্কাশন সংকট, জলাবদ্ধতা, ওয়াসার অকার্যকরতা এবং দীর্ঘস্থায়ী যানজটের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

সিটি প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, নাগরিক সমস্যা সমাধানে তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়