২৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৩, ২৭ মে ২০২৫

খেলার মাঠ নির্মাণ ও নিয়মিত খেলাধুলার আয়োজনের দাবি গিয়াসউদ্দিনের 

খেলার মাঠ নির্মাণ ও নিয়মিত খেলাধুলার আয়োজনের দাবি গিয়াসউদ্দিনের 

নারায়ণগঞ্জের প্রতিটি থানায় খেলার মাঠ নির্মাণ ও সরকারি-বেসরকারি উদ্যোগে নিয়মিত খেলাধুলার চর্চা চালু রাখার দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। সোমবার (২৬ মে) এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন তিনি। 

জেলা প্রশাসক বরাবর পাঠানো এক লিখিত প্রস্তাবে তিনি বলেন, ‘‘প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা। রাজধানীর নিকটে হওয়ায় এখানে দেশের ৬৩ জেলার মানুষ বসবাস করেন। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। এর প্রভাব পড়ছে শিশু-কিশোর ও তরুণদের ওপর। তারা খেলাধুলা থেকে বিমুখ হয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।’’

তিনি আরও বলেন, ‘‘সুন্দর একটি বাংলাদেশ গড়তে হলে এই প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হবে। এজন্য প্রতিটি থানা এলাকায় অন্তত একটি খেলার মাঠ অপরিহার্য। পাশাপাশি সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের সমন্বয়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে।’’

বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান সাবেক এমপি গিয়াসউদ্দিন।

সর্বশেষ

জনপ্রিয়