জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) বিকেলে সদর উপজেলার ১১ নম্বর ওয়ার্ডের মনির হোসেন সরদারের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা সরকার আলম, জাহাঙ্গীর মাতবর, মো. জয়নাল আবেদীন এবং আলিরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ আরও অনেক নেতাকর্মী।
সভায় নেতৃবৃন্দ জিয়াউর রহমানের আদর্শ ও আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তার শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা জানান।