উলামা পরিষদ ও খতমে নবুওয়ত সংরক্ষণের নতুন কমিটি

নারায়ণগঞ্জ উলামা পরিষদ এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির জেলা কমিটি গঠন ও পুনর্গঠন উপলক্ষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী।
নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি হিসেবে আল্লামা আব্দুল আউয়াল এবং সাধারণ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী পুনর্নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সভাপতি করা হয়েছে মাওলানা আব্দুল কাদির এবং সাধারণ সম্পাদক মুফতী মামুনুর রশীদকে। উভয় কমিটিতে ৫১ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সাধারণ পরিষদের সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩১৩ জন।
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সহ-সভাপতি মাওলানা শাহীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, প্রচার সম্পাদক মুফতী মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
সভায় প্রায় তিন শতাধিক উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, কাশীপুর মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সবুর কাসেমী, আলীরটেক মাদ্রাসার হাফেজ আতাউল হক সরকার, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, দারুল কোরআনের মুহতামিম মুফতী মামুনুর রশীদ, এবং আরও অনেক উলামায়ে কেরাম।