০৪ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৫, ৩ মে ২০২৫

বহুল প্রতীক্ষিত নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস পুনরায় চালু হচ্ছে রবিবার

বহুল প্রতীক্ষিত নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস পুনরায় চালু হচ্ছে রবিবার

বহুল প্রতীক্ষিত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস দীর্ঘ ৯ মাস পর পুনরায় চালু হচ্ছে। রবিবার (৪ মে) থেকে সরাসরি সেবা গ্রহণ করতে পারবেন পাসপোর্টপ্রত্যাশীরা। সকালেই অফিসের কার্যক্রম পরিদর্শনে যাবেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গত ৩০ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। রবিবার থেকে সশরীরে আবেদন জমা, বায়োমেট্রিক এনরোলমেন্টসহ সব কার্যক্রম চালু হবে নারায়ণগঞ্জ অফিসে।

২০২৩ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাইনবোর্ড সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ভবনের সঙ্গে পুড়ে যায় আসবাবপত্র ও গ্রাহকদের প্রস্তুতকৃত প্রায় ৫ হাজার পাসপোর্ট। পরে কর্তৃপক্ষ অফিসটি বন্ধ ঘোষণা করে।

সেবা চালু রাখতে বিকল্প ব্যবস্থায় নারায়ণগঞ্জ জেলাকে তিনটি ভাগে ভাগ করে পার্শ্ববর্তী কেরানীগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জ অফিস থেকে পাসপোর্ট সেবা দেওয়া হয়। তবে এ ব্যবস্থায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। দালালচক্রের সক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

অবশেষে অফিসটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় আবারও নিজ জেলার অফিস থেকেই পাসপোর্ট সেবা নিতে পারবে নারায়ণগঞ্জবাসী। এতে ভোগান্তি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

জনপ্রিয়