বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বন্দর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শওকত আকবর। প্রধান আলোচক ছিলেন বন্দর উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্দর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব, এবং উদ্বোধন করেন নাজিমুদ্দীন ফকির চাঁন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক নাজিমুদ্দীন ফকির চাঁন।
অনুষ্ঠানে বন্দরের বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তব্যে অতিথিরা বলেন, এই ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।