ডিসির হস্তক্ষেপে ফতুল্লার গুরুত্বপূর্ণ রাস্তা এখন চলাচলের উপযোগী

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এলজিইডি অফিস সংলগ্ন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের পাশের গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ দেড় থেকে দুই বছর যাবৎ চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ে ছিল। প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ এ সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে এটি ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়।
এমন পরিস্থিতিতে এলাকাবাসীর আহ্বানে সাড়া দিয়ে 'তারুণ্যের প্রতীক' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর বরাবর একটি লিখিত আবেদন জানানো হয়। জেলা প্রশাসক বিষয়টি তাৎক্ষণিক গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে সরেজমিন পর্যবেক্ষণের ব্যবস্থা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত রাস্তাটি মেরামতের নির্দেশ দেন।
জেলা প্রশাসকের কার্যকর উদ্যোগের ফলে বর্তমানে সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী হয়ে উঠেছে। ফলে প্রতিদিন হাজার হাজার পথচারী ও যানবাহন ব্যবহারকারী নিরাপদে চলাচল করতে পারছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।