সোনারগাঁয়ে ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ২০২৫-২৬ সেশনের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) বৃহস্পতিবার বিকেল ৩টায় কাঁচপুরে সংগঠনের আইজেএবি অফিসে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সোনারগাঁ থানা ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন সোনারগাঁ থানা শাখার সভাপতি মুহা. মনির হোসেন। সঞ্চালনা করেন দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহা. সোহাগ আব্দুল্লাহ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহা. মামুনুর রশিদ। বিশেষ আলোচক ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ।
কর্মশালায় বক্তারা দায়িত্বশীলদের মাঝে সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য, শৃঙ্খলা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও আগামী দিনের কার্যক্রমকে আরও সুসংগঠিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।