জাকির খানের ভাই জিকু গ্রেফতার

প্রেস নারায়ণগঞ্জ: গত ১৭ বছর নারায়ণগঞ্জ থেকে নির্বাসিত বিএনপির ক্যাডার জাকির খানের ছোট ভাই জিকু খানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে দেওভোগের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক সময়ে দাপুটে ছাত্রনেতা জাকির খান গত ১৭ বছর যাবৎ নির্বাসনে থাকলেও তার কর্মীবাহিনী নারায়ণগঞ্জে সক্রিয়। গত ৩ জানুয়ারি জাকির খানের ছোট ভাই জিকু খানের বিয়ে হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ডজনখানেক মামলা রয়েছ বলে জানা গেছে। ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার আসামিও তিনি। একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন জিকু খান। স্থানীয় দৈনিক ‘সময়ের নারায়ণগঞ্জ’ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে তৎপর হয় পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে গ্রেফতার হয় সে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ফতুল্লার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রেস নারায়ণগঞ্জ.কম